
"লোকে আমায় মন্দ বলে" কাজী পাগল রাসেল এর নতুন চমক
Staff Reporter 2020-09-16 05:17:17
প্রিয় কুমিল্লা ডেক্স :
এই প্রথম নিজের লেখা ও তার কন্ঠে
এক অসাধারন নতুন চমক গান
"লোকে আমায় মন্দ বলে"
শিরোনামে নতুন গান। গানটি পাগল রাসেল লেখার পাশাপাশি সুরে করে কন্ঠ দিয়েছেন তিনি। মিউজিক করেছেন বাংলাদেশের টাঙ্গাইলের সুনামধন্য মিউজিশিয়ান মিউজিক পরিচালক এস রুহুল।
গানটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি নাজ মাল্টিমিডিয়ার ব্যানারে রিলিজ হবে শীগ্রই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাংলাদেশের ইন্দুবালা চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ জয় সরকার।
মডেল সাহেদ খন্দকারও ওয়াসিম ও হিরা মনি
পাগল রাসেল হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নে বিয়ে করেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে বাংলা গানের পাশে থাকতে বলেছেন। তিনি বলেন, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ ছাতক থানার নোয়ারাই ৩ নম্বর ওয়ার্ড ছাতক পৌরসভা। আমি পেশায় একজন মোবাইল ইঞ্জিনিয়ার বিবাহিত জীবনে দুই মেয়ের বাবা।
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
শিঘ্রই আসছে সাংবাদিক হৃদয়ের কথায় ও আলাউদ্দিনের কণ্ঠে'ঘুম আসেনা'
তুহিনুল ইসলাম ভুইয়া ২৯ তম জন্মদিন
শীঘ্রই আসছে সাখাওয়াত মিঠুর পরিচালনায় সাগর তালুকদারের'তোর আকাশে'
"লোকে আমায় মন্দ বলে" কাজী পাগল রাসেল এর নতুন চমক
বন্ধু যদি শত্রু হয়রে আসিতেছে নাঝ মাল্টিমিডিয়া
"বন্ধু যদি শত্রু হয়রে"আসিতে নাঝ মাল্টিমিডিয়া
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এ.কে.এম আজাদ ভূঁইয়া
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো: শাহ্ আলম
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো: বিল্লাল হোসেন ভুইয়া"
পবিএ ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: হাবিবুর রহমান
