Top Add
118171688020201010.jpg

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি নিয়ে দ্বন্ধ অনুপ্রেবেশকারী নিয়ে সমালোচনা

Staff Reporter 2020-10-10 04:22:19

মারুফ হোসেনঃ     

 

 ৯ অক্টোবর শুক্রবার  কুমিল্লার  বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আওয়ামী লীগের  কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভা করেন বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতা কর্মীরা। মোঃ নুরুল ইসলাম মাস্টার (সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক ইউপি চেয়ারম্যান )বাকশীমুল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও সক্রিয় রাজনীতিবিদ হাজী আঃ রশিদ (সাধারণ সম্পাদক বাকশীমুল ইউনিয়ন ) এর নেতৃত্বে প্রতিবাদ সভা ও মিছিল করা হয়। 

 

 

তাদের ভাষ্যমতে একটি কমিটির মেয়াদ শেষ না হতেই অন্য একটি কমিটি অবৈধ ভাবে ঘোষণা করা হয়েছে। যা দলের কোনো নিয়মনীতির মধ্যে পরে না। হাজী মোঃ আঃ রশিদ বলেন দলের সুনাম নষ্ট করার জন্য অবৈধ ভাবে বিএনপির সক্রিয় কর্মীরা প্রবেশ করেছে। অবৈধ কমিটিতে বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগে তাকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। 

                          

 তিনি আরো বলেন যেখানে নতুন কমিটি হলে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি  যোগ্য ব্যক্তি হওয়ার কথা সেখানে প্রতিহিংসার  কারনে সভাপতি বানানো হলো অবৈধ কমিটিতে   আবদুল করিম ইউপি চেয়ারম্যানকে। এতে জনমনে রাজনীতির প্রতি ক্ষোভ জন্মেছে। 

 

গত ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার বুড়িচং আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম খান, সাধারণ সম্পাদক মোঃ আখলাক হায়দার (উপজেলা চেয়ারম্যান) এর সাক্ষরিত পত্রে বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল করিম (চেয়ারম্যান ইউপি) এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন ( সাবেক মেম্বার) কে তিন বৎসরের জন্য অনুমোদন কমিটি ঘোষণা করা হয়েছে।বাদ দেয়া হয়েছে হাজী মোঃ আব্দুর রশিদ সহ অনেকে ত্যাগী নেতাকর্মীদেরকে। হাজী আব্দুর রশিদ  বলেন এ কমিটি নৌকার কমিটি নয়।কারন অযোগ্য লোক নৌকার কমিটিতে আসতে পারে না।                                   

এসময় উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম মাস্টার(সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক ইউপি চেয়ারম্যান  ) মোঃ হাজী আব্দুর রশিদ (সাধারণ সম্পাদক) জামশেদুল আলম (প্রাক্তন চেয়ারম্যান ও সহ সভাপতি ২ নং আওয়ামী লীগ)  

মোঃ মফিজুল ইসলাম (আওয়ামী পেশাজীবি লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক)আল হাজ্ব আঃ রব (ইউনিয়ন সহসভাপতি) মোঃ ফজলুর রহমান (সাবেক মেম্বার ও যুগ্ম সাধারণ সম্পাদক) আঃ হামিদ মাস্টার ( সহ সভাপতি) শামসুল আলম (সাবেক সভাপতি ১ নং ওয়ার্ড) মোঃ মোস্তফা (সাবেক মেম্বার ও সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ) মোঃ হানিফ (দপ্তর সম্পাদক) জয়নাল আবেদিন শামীম (বুড়িচং উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক) আব্দুর ওহাব (বীর প্রতীক ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য) আমান উদ্দিন (বীর প্রতীক ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য) ফরিদ উদ্দিন মাস্টার ( উপজেলা আওয়ামী লীগ সদস্য ইউনিয়ন সহ সভাপতি) সিরাজুল ইসলাম (৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য) জামাল ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী সদস্য,  কাজী জামশেদুল আলম( বুড়িচং থানা যুবলীগ সদস্য) ইব্রাহিম খলিল বাবুল ( বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য) শাহআলম ( ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য) মোঃ হারুন (৩ নং ওয়ার্ড সদস্য) মোঃ আমজাদ, ফরিদ মাস্টার, খোরশেদ আলম প্রমূখ।    

 

   যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম ও যুবলীগের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।ছাত্র লীগের যারা মূল্যবান  বক্তব্য রাখেন- আল হেলাল (সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ) আবুল কালাম আজাদ ( সাধারণ সম্পাদক) সাইফুল ইসলাম রাজিব ( সহ সভাপতি), মতিউর রহমান ( যুগ্ম সাধারণ সম্পাদক- ইউনিয়ন ছাত্র লীগ) শাহপরান মানজন (সাংগঠনিক সম্পাদক) সাইফুর রহমান চৌধুরী অভি(যুগ্ম সাধারণ সম্পাদক) আদিল ( ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক) প্রমূখ।

 

মন্তব্যসমূহঃ

কোন মন্তব্য পাওয়া যায়নি!
আপনাকে লগইন করতে হবে রেজিষ্ট্রেশন করুন যদি এর আগে রেজিষ্ট্রেশন করে না থাকেন

আরও পড়ুন

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি নিয়ে দ্বন্ধ অনুপ্রেবেশকারী নিয়ে সমালোচনা

কুমিল্লা জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আজগর আলী’সাহেবকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

কুমিল্লা জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা আজগর আলী’কে বিদায়ী সংবর্ধনা

অর্থ নয় দলই আমার মূখ্য বিষয়

বুড়িচংয়ের ২নং বাকশীমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এড.ফজলুল হক

উত্তরে আবারও আতিকুল, দক্ষিণে তাপস"

কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রার্থী ৪৭৬ জন

সাধারণ সম্পাদক থাকবো কি না আল্লাহ আর শেখ হাসিনা জানেন

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন উদ্বোধন করেন শেখ সেলিম"

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক বাবু

Page Add