
খাবার দিতে দেরি হওয়ায় কুপিয়ে হত্যা আপন মাকে
Staff Reporter 2019-11-30 04:17:09
অনলােইন ডেক্স।।
রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় আপন মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। এ সময় নিজের বোন বাধা দিতে আসলে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়। অভিযুক্ত ঐ যুবককে গ্রেফতারও করেছে রাজ্য পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
মহারাষ্ট্রের বাঘোলিতে শনিবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম গণেশ (৩৫)। বাঘোলির নগর এলাকায় তরুণ আবাসনের একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ ও বোন প্রিয়ার (২৬) সঙ্গে থাকতেন গনেশ।
রাজ্য পুলিশ সূ্ত্রে জানা যায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন গণেশ। গতকাল রাত ৮টার দিকে বাড়ি ফিরেন তিনি। এ সময় দেখে রাতের খাবার তখনও তৈরি হয়নি। এ নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করেন তিনি। এক পর্যায়ে রান্না ঘর থেকে ছুরি এনে মাকে ছুরিকাঘাত করেন।
এ সময় বোন প্রিয়া বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করেন গনেশ। বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থা হাসপাতালের নিবির পরিচর্য কেন্দে (আইসিইউ) ভর্তি রয়েছেন প্রিয়া।
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই"
নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ"
ডায়াবেটিসের ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান!
১২ জোড়া যমজ শিশু জন্ম নিল এক হাসপাতালে !
খাবার দিতে দেরি হওয়ায় কুপিয়ে হত্যা আপন মাকে
কাদায় ঝাঁপিয়ে ওয়েডিং শ্যুট! ছবি ভাইরাল
মেয়ের জন্মে খুশি নন বাবা,তাই সন্তান বিক্রি করে মোবাইল ক্রয়
ঠিক সময়ে স্কুলে যাননি প্রধান শিক্ষক; খুঁটির সঙ্গে বেঁধে রাখল এলাকাবাসী
বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার খুলে দেয়ার ইঙ্গিত
ঐশ্বরিয়া রাই বচ্চনও লজ্জা পাবেন,মেকওভার করে ট্রোলড রানু
