শিরোনাম:

জ্ঞান আহরণ "শেখ আব্দুর রশিদ"
Staff Reporter 2019-09-14 08:42:14
ছুটেছি ধরায় আমি দিক দিগন্তে,
পারিনি এখনো ভালো কিছু জানতে।
তবুও আশায় আমি হয়তো কিছু পাবো,
জ্ঞান ভাণ্ডার যেখানে সেখানেই যাবো।
তর্কে নয় শিখবো কিছু বিনয়ে,
যা পাবো রাখবো গেঁথে হৃদয়ে।
যদি পাই দেখা কখনো গুণীজনের,
বেঁধে নিবো সাথে আমার মনের।
যতটুকু শিখেছি নয় সরিষা তুল্য,
জ্ঞানের মহাসাগরে কি তার মূল্য।
বিশাল এই ধরায় আমি এক ছাত্র,
জ্ঞান আহরণে ঘুরে বেড়াই সর্বত্র।
জ্ঞানহীন এই প্রাণ চায় শুধু শিখতে,
মানবতার কল্যাণে ইচ্ছে হয় লিখতে।
প্রভু আমায় দাও জ্ঞান বিশ্ব ভুবনে,
সত্য লেখি যেন তোমার দেওয়া জ্ঞানে।
মন্তব্যসমূহঃ
কোন মন্তব্য পাওয়া যায়নি!
আপনাকে লগইন করতে হবে রেজিষ্ট্রেশন করুন যদি এর আগে রেজিষ্ট্রেশন করে না থাকেন