
বন্ধু যদি শত্রু হয়রে আসিতেছে নাঝ মাল্টিমিডিয়া
Staff Reporter 2020-09-09 11:47:38
প্রিয় কুমিল্লা ডেক্স :
তরুণ ব্যবসায়ী কাজী রাসেল গানের নেশায় পাগল হয়ে লিখেছেন
"বন্ধু যদি শত্রু হয়রে"
এই গানে দিয়েছেন মন জুড়ানো নতুন সুর। কাজী রাসেল প্রিয় কুমিল্লাকে বলেন এই গানটি আশা করি সবার ভাল লাগবে,আর এই গানের কথা ও সুর আমি নিজে,
সুপার মিউজিক ভিডি ও পরিচালনা করছেন ইন্দু বালা চলচিএ পরিচালক জয় সরকার,
কন্ঠ শিল্পী,রাজু মন্ডল
কথা ও সুর,কাজী এমডি রাসেল
প্রযোজনা,নাঝ মাল্টিমিডিয়া
মডেল-রাজ টিডিআল-আখি পায়েল, কাজী রাসেল আর ও বলেন আমি বেশ কিছু দিনের মধ্য আর কিছু ভাল মানের গান লিখতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে খুব ভাল মানের গান উপহার দিতে পারি,
সংক্ষিপ্ত পরিচিতি:
নাম কাজী মো. রাসেল আহমেদ (পাগল রাসেল), পিতা কাজী মো. সুলতান আহমেদ, মাতা সৈয়দা মোছাঃ ছামিয়া বেগম, পেশা মোবাইল ইন্জিনিয়ার, বিবাহিত এবং ২ মেয়ের বাবা। কাজী মোছাঃ মারিয়া আক্তার রুমা, মোছাঃ ছুমাইয়া আক্তার ঝুমা, সহধর্মীনি কাজী মোছাঃ সুমা আক্তার সিমা, গ্রাম নোয়ারাই, ৩নং ওয়ার্ড ছাতক পৌরসভা।থানা ছাতক, জেলা সুনামগঞ্জ
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
শিঘ্রই আসছে সাংবাদিক হৃদয়ের কথায় ও আলাউদ্দিনের কণ্ঠে'ঘুম আসেনা'
তুহিনুল ইসলাম ভুইয়া ২৯ তম জন্মদিন
শীঘ্রই আসছে সাখাওয়াত মিঠুর পরিচালনায় সাগর তালুকদারের'তোর আকাশে'
"লোকে আমায় মন্দ বলে" কাজী পাগল রাসেল এর নতুন চমক
বন্ধু যদি শত্রু হয়রে আসিতেছে নাঝ মাল্টিমিডিয়া
"বন্ধু যদি শত্রু হয়রে"আসিতে নাঝ মাল্টিমিডিয়া
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এ.কে.এম আজাদ ভূঁইয়া
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো: শাহ্ আলম
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো: বিল্লাল হোসেন ভুইয়া"
পবিএ ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: হাবিবুর রহমান
