
ভয়ঙ্কর করোনা ঝুঁকিতে ফেলতে পারে কোরবানির পশুরহাট’
Staff Reporter 2020-07-01 01:22:11
কোরবানির পশুরহাট দেশের মানুষকে ভয়ঙ্কর করোনা ঝুঁকিতে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে আজ বুধবার (১ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি। যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। মহাসড়ক ও এর আশপাশে পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না।
দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশের ৯টি জেলায় বন্যা দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল, মানুষের স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত জেলায় পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা। সবাইকে ঐক্য ও সাহসিকতার সঙ্গে এসব দুর্যোগ উত্তরণে কাজ কারার আহ্বান জানাই।
এ সময় প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক ও জনবান্ধব আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
ভয়ঙ্কর করোনা ঝুঁকিতে ফেলতে পারে কোরবানির পশুরহাট’
গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান জুয়েল মন্ডলের বৃক্ষরোপন কর্মসূচী পালিত
টঙ্গীতে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আটক
ঢামাস বুড়িচং উপজেলা কমিটির উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
৫ কোটি টাকার শাড়ি লেহেঙ্গা ফেলে পালালো চোরাকারবারিরা"
বাড়িতে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণ
প্রায় একযুগ ধরে ধর্ষণ বিউটিশিয়ানকে"
সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর গেল প্রাণ
