শিরোনাম:

মন চায় (মো: ওমর হোসেন)
Staff Reporter 2019-08-08 06:13:51
মন চায়
মো:ওমর হোসেন
মন চায় পাখি হতে
উড়তে আকাশে
মন চাই চায় পরী হতে
চলতে বাতাসে
মন চায় নদী হতে
সবুজের বুকে
মন চায় অলি হতে
ফুলের রেনু মুখে
মন চায় বৃষ্টি হতে
ঝর ঝর নামতে
মন আরও কত চায়
চাও কি জানতে?
মন্তব্যসমূহঃ
কোন মন্তব্য পাওয়া যায়নি!
আপনাকে লগইন করতে হবে রেজিষ্ট্রেশন করুন যদি এর আগে রেজিষ্ট্রেশন করে না থাকেন