
মালাপাড়া আসাদনগর পৃর্ব পাড়া যুব সমাজ কর্তৃক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত"
Staff Reporter 2021-01-09 14:36:16
প্রিয় কুমিল্লা ডেক্স :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদ নগরের পৃর্ব পাড়া যুব সমাজ কর্তৃক , লাল দল বনাম সবুজ দল প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সুবজ দল ১৬ ওভার খেলে ৯৮ রান করে, লাল দল ৮ উইকেট হাতে রেখে জয় লাভ করেন।
বিশিষ্ট সমাজ সেবক মো: হুমায়ন কবিরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়্যারম্যন আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভিপি সাহেবাবাদ ডিগ্রি কলেজ মোঃ জাকির হোসেন ভুইয়া,দুয়ারী ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবু সেলিম ভুইয়া,সাবেক ছাত্রলীগের সদস্য কুমিল্লা জেলা মো: জাকির হোসেন ভুইয়া,বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তাক,জিলুর রহমান,জুলাস ছাত্রলীগ নেতা প্রমুখ।
উক্ত খেলাটি আয়োজন করেন,সাইফুল বাসার,মোঃউকিল,আহম্মেদ,শাকিল আলম,মাসুদ
রানা,আল-আমিন,শাকিব,দুলাল,সোহেল,ইমরান হোসেন,সালাউদ্দিন,জোবায়ের,নুরে আলম,শামীম ইসলাম সহএলাকার গন্যমান্য ব্যাক্তিগত বর্গ। অনুষ্ঠানটি পরিচালনায় করেন মোঃ সামসুল আলম।
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
মালাপাড়া আসাদনগর পৃর্ব পাড়া যুব সমাজ কর্তৃক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত'
মালাপাড়া আসাদনগর পৃর্ব পাড়া যুব সমাজ কর্তৃক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত"
ব্রাহ্মণপাড়া শশীদলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ"
ব্রাক্ষন পাড়া মালাপাড়া ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে আলোচনা ও মত বিনিয়ম সভা অনুষ্ঠিত"
ব্রাহ্মনপাড়ায় "নিরাপদ চিকিৎসা চাই" য়ের উদ্যোগে আলোচনা সভা,মাস্ক ও লিফলেট বিতরণ
মালাপাড়ায় দেলোয়ার মেম্বারের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
ব্রাহ্মণপাড়ায় মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
ব্রাহ্মনাপাড়ায় ছাত্রসমাজ কতৃক আয়োজিত ধর্ষন বিরোধি প্রতিবাদ সভা ও মৌন মিছিল
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বন্ধু সেবা
