
সাহারা খাতুনের মৃত্যুতে যুবলীগের মোঃ ইসমাইল হোসেনের শোক
Staff Reporter 2020-07-10 07:29:20
তুষার মাহমুদঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাহারা খাতুন আর নেই।ব্যাংকের স্থানীয় সময় রাত ১২:২৬ মিনিট ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
এক শোকবার্তায় তিনি বলেন এডভোকেট সাহারা খাতুন ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন পরীক্ষিত এবং বিশ্বস্ত নেতা।বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে তিনি গণতন্ত্রের বিকাশসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অপরিসীম অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিত ও বিশুদ্ধ ভাবমূর্তির বিশ্বস্ত রাজনীতিবিদকে হারালো। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
এছাড়াও এডভোকেট সাহারা খাতুন ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি ঢাকা-১৮ সংসদীয় আসনে পরপর তিনবার নির্বাচিত হন।সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
মন্তব্যসমূহঃ
আরও পড়ুন
ভাদ্র মাসের বন্যা নিয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী'
সাহারা খাতুনের মৃত্যুতে যুবলীগের মোঃ ইসমাইল হোসেনের শোক
কোরবানি দিতে পারবেন না ৩০ ৩৫ ভাগ মানুষ"
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩ হাজার ৬৮২; মূত্যু ৬৪
গত ২৪ দেশে করোনায় আক্রান্ত ৩৪৬২, মৃত্যু ৩৭
দৈনিক গণজাগরন পএিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত"
কাল বাংলাদেশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার"
আ.লীগে নতুন মুখ ও পদোন্নতি পেলেন যারা
মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না; সম্মেলনে প্রধানমন্ত্রী
